April 21, 2024

বলিউডের ইদানিং ট্রেন্ড হয়েছে নায়িকাদের ওজন একটু বেড়ে গেলেই নেটিজেনদের ধারণা হচ্ছে, তিনি মা হতে চলেছেন। কিছুদিন আগে করিনা কাপুর খানকে নিয়ে একই গুজব রটে। করিনা সম্প্রতি পাব্লিক পোস্ট দিয়ে এই বক্তব্যের অসত্যতা জানিয়েছেন। এছাড়া ক্যাটরিনা কাইফকে জনসমক্ষে দেখা যায়নি। এজন্য তাঁকে নিয়েও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও ক্যাট্রিনার স্বামী ভিকি কৌশলের পিআর টিমের তরফে এই ধরনের রটনা অস্বীকার করা হয়েছে। এই দুটি রটনার পর এবার সকলের টার্গেট ঐশ্বর্য রাই বচ্চন।

গত কয়েক বছর ধরে প্রায়ই শোনা যায়, দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য। কিন্তু প্রতিবারই দেখা যায়, এটি নিছকই গুজব। সম্প্রতি আবারও এই ধরনের গুঞ্জনে উত্তাল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ঐশ্বর্যর পরনে রয়েছে ঈষৎ ঢিলে কালো পোশাক। কিন্তু ঢোলা পোশাক সত্ত্বেও ঐশ্বর্যর পেটের ভারি অংশ বোঝা যাচ্ছে। ফলে নেটিজেনদের একাংশের ধারণা, ঐশ্বর্য দ্বিতীয়বার মা হতে চলেছেন এবং এটি তাঁর বেবিবাম্প। প্রথমবার মা হওয়ার সময় ঐশ্বর্য ওড়না দিয়ে তাঁর বেবিবাম্প ঢেকে বাড়ির বাইরে বেরোতেন। এমনকি কোনো ম্যাটারনিটি ফটোশুট করেননি তিনি।


ভাইরাল হওয়া ভিডিওতে কন্যাসন্তান আরাধ্যা বচ্চন এর হাত ধরে রয়েছেন তিনি। মা ও মেয়ের পিছনে রয়েছেন পিতা অভিষেক বচ্চন। ২০০৭ সালে ঐশ্বর্যর সাথে অভিষেকের বিয়ে হয়েছিল। ২০১১ সালে কন্যা আরাধ্যার জন্ম হয়। আরাধ্যার জন্মের পর থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ঐশ্বর্য। এজন্য কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন তিনি।


তবে খুব শীঘ্রই মণি রত্নম পরিচালিত ছবি ‘পোন্নিয়ান সেলভান’-এ আবারও বড় পর্দায় দেখা যাবে ঐশ্বর্যকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ফিল্মের ফার্স্ট লুক। ঐশ্বর্যকে সেখানে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘পোন্নিয়ান সেলভান’।