April 28, 2024

জি বাংলার (Zee Bangla) দর্শকদের জন্য আগামী দিনে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে আসতে চলেছে বড়োসড়ো ট্যুইস্ট। এই সিরিয়ালের মুখ্য চরিত্র সিদ্ধার্থের আর্মির পোষাক পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দর্শক মহলে শুরু গিয়েছে গুঞ্জন।

মোদক পরিবারের কাহিনী নিয়ে শুরু হওয়া মিঠাই ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিদ্ধার্থ (Siddharth) এবং মিঠাই (Mithai) ছাড়াও বর্তমানে এই সিরিয়ালের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খলনায়ক ওমি আগরওয়াল (Omi Agarwal)। এই ওমির কারণেই মিঠাই সিডির জীবনে অনেক নেতিবাচক মোড় এসেছে। তবে সিরিয়ালের গল্প অনুযায়ী ওমির মৃত্যু হয়েছে। মোদক পরিবারকে বোম্ব দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার পরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে তার। চরিত্রটি শেষ হয়ে যাওয়ায় বাকি কলাকুশলীদের সাথে নাম ভূমিকায় অভিনয় করা জন ভট্টাচার্যের (John Bhattacharya) মনও বেশ খারাপ। ওমির কারণে প্রিয় মিঠাই সিডির জীবন দুর্বিসহ হয়ে ওঠায় স্বভাবতই দর্শক বেশ ক্ষুন্ন হয়েছিল। কিন্তু ওমির মৃত্যুতে তাঁরাও বেশ কষ্ট পেয়েছেন যা সিরিয়ালের জগতে বেশ বিরল।

সম্প্রতি সিদ্ধার্থ আর্মির পোষাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওমির দুঃখ ভুলে আপাতত উচ্ছেবাবুতেই আবার করে মনোনিবেশ করেছেন দর্শক। উচ্ছেবাবুকে এহেন পোষাকে দেখে দর্শক বেশ অবাকই হয়েছেন সেটা বলাই বাহুল্য। সাথে তাঁদের মনে জমা হয়েছে অনেক প্রশ্নও। ওমির মৃত্যুর পরে নিজের পারিবারিক ব্যবসা ছেড়ে কি তাহলে সেনাবাহিনীতে যোগ দিল সিডি বয়? অবশেষে এই জল্পনার অবসান ঘটেছে। সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করা আদৃত রয় (Adrit Roy) সিরিয়ালের সাথে সাথে বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত ‘পাসওয়ার্ড’ (Password) সিনেমার একটি দৃশ্যে তাঁকে এই পোষাকে দেখতে পাওয়া গিয়েছিল।