আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখা যাচ্ছে এমন কয়েকটি মজাদার ধাঁধাঁ ও সাদা কালো দাগ কাটা ছবি যেখানে থেকে আপনাদের খুঁজে বের করতে হবে কিছু জিনিস। কখনো খুজে বের করতে হচ্ছে কোন ব্যক্তি বা কোন পশু পাখিকে, আবার কখনো বা খুঁজে বের করতে হচ্ছে একাধিক সংখ্যা। সম্প্রতি, এই রকমই একটি ছবিতে সাদা কালো দাগের পিছনে লুকিয়ে আছে একটি পশু, দেখুন তো চিনতে পারেন কি না?
সাধারনত এই ধরনের মজাদার খেলা গুলিকে বলা হয় মাইন্ড সেটিং গেম। অর্থাৎ কতগুলি দাগ এর মধ্য থেকে খুজে বের করতে হবে আস্ত কোন বস্তু বা পশুকে। মাইন্ড গেমিং এর পাশাপাশি এটি এক প্রকার বুদ্ধিসম্পন্ন গেমও বটে। যাঁরা একটু বুদ্ধিমতী তাঁরা খুব সহজেই বুঝে যাবেন সাদা কালো দাগের পিছনে ঠিক কী জিনিস লুকিয়ে রয়েছে।
সাধারনত এই ধরনের মজাদার খেলা গুলিকে বলা হয় মাইন্ড সেটিং গেম। অর্থাৎ কতগুলি দাগ এর মধ্য থেকে খুজে বের করতে হবে আস্ত কোন বস্তু বা পশুকে। মাইন্ড গেমিং এর পাশাপাশি এটি এক প্রকার বুদ্ধিসম্পন্ন গেমও বটে। যাঁরা একটু বুদ্ধিমতী তাঁরা খুব সহজেই বুঝে যাবেন সাদা কালো দাগের পিছনে ঠিক কী জিনিস লুকিয়ে রয়েছে।
মিশেল ডিকিনসন নামক জার্মানি এক টুইটার ব্যবহারকারী এই ধরনের গেমগুলি আবিষ্কার করার পর একের পর এক ছবি ভাইরাল দেখা যাচ্ছে নেট দুনিয়ায়। রীতিমতো এই ধাঁধাঁটিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। তবে, সাদা কালো দাগের পিছনে ঠিক কোন পশু লুকিয়ে আছে সেটি আপাততো ধোঁয়াশাই রাখলাম আপনাদের কাছে। দেখা যাক আপনাদের মধ্যে কতজন সঠিক উত্তর দিচ্ছেন এবং কতজন এই ধাঁধাঁয় নিজের চোখ আটকে ফেলছেন। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। অবশ্যই একবার চেষ্টা করে খুজে বের করে জানান কমেন্টবক্সে।