রিলে সে ভিলেন হলেও রিয়েল লাইফে সে সবার নায়ক। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া নাগরিকদের। হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় গরীবের মসীহা সোনু সুদ (Sonu Sood)-কে নিয়ে। গরীবের কাছে তিনি ভগবান। গত দুবছর ধরে করোনাকালীন ছোবল থেকে তিনি যেভাবে বাঁচিয়ে চলেছেন সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে, তা সত্যই অকল্পনীয।
শুধু গরিব নয়, যে যেখানে বিপদে পড়ছেন তৎক্ষণাৎ তাঁর কাছে পৌঁছে যাচ্ছে সোনু সুদের সাহায্যের হাত। তেমনই সম্প্রতি সোনু সুদের আরেক দানের চিত্র ফুটে উঠল কুঞ্জ বিহারী তিওয়ারি নামক একটি টুইটার প্রোফাইল থেকে। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, একজন যুবকের একটা হাত কাটা, ঠিক তার পাশের ছবিতেই ওই মানুষটির নকল হাত লাগানোর একটি ছবি। হ্যাঁ, এই অসাধ্য সাধন করেছে সোনু সুদ এবং তাঁর ফাউন্ডেশন।
কয়েক বছর আগেই একটি মারাত্মক এক্সিডেন্টে ওই ছেলেটির হাত কাটা পড়ে। টাকার অভাবে তাঁর চিকিৎসা হয়নি, পরে এই ছেলেটি সোনু সুদের কাছে সাহায্য আর্জি করলে সোনু সুদ ফাউন্ডেশন নিজ দায়িত্বে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করিয়ে তাঁর নকল হাত লাগানোর ব্যবস্থা করেন।
@SonuSood @SoodFoundation @vindhyatimes आदरणीय सोनू सूद जी आभार आपकी टीम और आभार सोनू सूद फाउंडेशन के , पीड़ित के लिए भगवान बनकर उसे समाज मे एक बार फिर सम्मान से जीने लायक बनाया ,आपका विन्ध्य और सफेद शेरो की धरती रीवा आजीवन ऋणी रहेगी, अगस्त क्रान्ति मंच @Shivsha17131965 pic.twitter.com/PtC0b0qtYy
— Kunj Bihari Tiwari (@TiwariKunj) February 21, 2022
কে বলবে, ভগবানকে চোখে দেখা যায়না! ভগবান আছেন যে, তা এখানেই প্রমাণ, মানুষের মধ্যেই বাস করে সে। শুধু একটা দুটো কাজ নয়, সোনু সুদ ভক্তদের ডাকে সবসময়ই ছুটে যাচ্ছেন, আর এই ভাবেই সাহায্য করছেন তাঁর ভক্তদের।