90 দশকে অঞ্জন চৌধুরীর সিনেমা চলত মানুষের ঘরে ঘরে। ছাপোষা পরিবারকেন্দ্রিক সিনেমাগুলি খুব সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। বিখ্যাত পরিচালকের দুই কন্যা চুমকি এবং রিনা চৌধুরী। বাবার দৌলতে অভিনয় হাতেখড়ি হয়েছিল দুই মেয়ের। আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। এই ছবির পরিচালনায় রয়েছেন তার বোন রিনা। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।
90 দশকে অঞ্জন চৌধুরীর সিনেমা চলত মানুষের ঘরে ঘরে। ছাপোষা পরিবারকেন্দ্রিক সিনেমাগুলি খুব সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। বিখ্যাত পরিচালকের দুই কন্যা চুমকি এবং রিনা চৌধুরী। বাবার দৌলতে অভিনয় হাতেখড়ি হয়েছিল দুই মেয়ের। আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। এই ছবির পরিচালনায় রয়েছেন তার বোন রিনা। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।
ছোট পর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে চুমকি চৌধুরীকে দেখা গেছে। লোফার, মেজ বউ, নাগ নাগিন, দুটি পাতা, রাখি পূর্ণিমা, প্রভৃতি ছবিতে নায়িকা ছিলেন চুমকি। কার্বন রিনা চৌধুরীও হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। চুমকি একবার জানিয়েছিলেন অভিনয় করার কোন ইচ্ছে তার ছিল না। বরং বাবার ইচ্ছেতে একপ্রকার জোর করেই সিনেমার পর্দায় তাকে আনা হয়েছিল। তবে ঘরোয়া ছবিতেই নায়িকা ছিলেন চুমকি।
প্রায় এক দশক পর আবার সেলুলয়েডে দুনিয়ায়। বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে দিনদিন। তাই এবার বোনের সৌজন্যে আবারও বড় পর্দায় ফেরা। তার বোন রিনা চৌধুরী একটি নতুন ছবি পরিচালনা করছেন। সেখানে এক বয়স্কা নায়িকার ভূমিকায় দেখা যাবে দিদি চুমকি চৌধুরীকে। তার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন রিনার স্বামী তথা অভিনেতা রাহুল মুখোপাধ্যায়। আপাতত ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই ছবি। ছবিতে নায়িকা হিসেবে চুমকিকে দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।