বিনোদন জগতের এক পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী (Puja Banerjee)। তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’-র মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ ঘটে তাঁর। বাংলা সিনেমার সুপারস্টার দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, মিমোর বিপরীতে ‘রকি’, হিরণ চ্যাটার্জীর বিপরীতে ‘মাচো মুস্তানা’ প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেছেন।
বেশ কিছু হিন্দু ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গেছে পূজাকে। এছাড়াও, তিনি মডেল হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি, উল্লেখযোগ্য কিছু বাংলা ওয়েব সিরিজে অভিনয় করেছেন পূজা।
কিছুদিন আগেই কুনাল বর্মার সঙ্গে প্রকাশ্যে সামাজিক নিয়মকানুন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পূজা। ছেলে কৃশিভকে নিয়েই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন তাঁরা। বিবাহস্থলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিরও বেশ কিছু কলাকুশলী উপস্থিত ছিলেন। পূজার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ট্রোলিংও হয়, তবে তাতে কোনো গুরুত্ব প্রদান করেননি অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন পূজা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১.৫ মিলিয়ন। স্বামী ও সন্তানের সাথে ছবি পোস্ট করার পাশাপাশি তিনি নিজের ফটোশ্যুটের বিভিন্ন ছবি এবং রিল ভিডিও-ও হামেশাই পোস্ট করে থাকেন। সম্প্রতি ভাইরাল হয়েছে খোলামেলা পোশাকে তাঁর এক বোল্ড ফটোশ্যটের ছবি। ভাইরাল হওয়া ছবিগুলিতে তিনি পরে রয়েছেন এক ফ্লোরাল প্রিন্টের ডিপ নেক ড্রেস। খোলা চুলে মানানসই মেকআপে তাঁর এই রূপ মুগ্ধ করেছে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন পূজা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১.৫ মিলিয়ন। স্বামী ও সন্তানের সাথে ছবি পোস্ট করার পাশাপাশি তিনি নিজের ফটোশ্যুটের বিভিন্ন ছবি এবং রিল ভিডিও-ও হামেশাই পোস্ট করে থাকেন। সম্প্রতি ভাইরাল হয়েছে খোলামেলা পোশাকে তাঁর এক বোল্ড ফটোশ্যটের ছবি। ভাইরাল হওয়া ছবিগুলিতে তিনি পরে রয়েছেন এক ফ্লোরাল প্রিন্টের ডিপ নেক ড্রেস। খোলা চুলে মানানসই মেকআপে তাঁর এই রূপ মুগ্ধ করেছে নেটিজেনদের।
মা হওয়ার পরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ জনের শরীরে মেদের পরিমাণ বাড়ে, তবে পূজা নিয়মিত শরীরচর্চা ও ডায়েটের মাধ্যমে অতিরিক্ত মেদ জমা হতে দেননি নিজের শরীরে। তাঁর মারকাটারি শারীরিক গঠন ও সৌন্দর্য্য মুগ্ধ করে নেটিজেনদের।